সাধুবচন—১১
সাধুবচন—১১
সাইয়িদ রফিকুল হক
আজকে তুমি পাপের হিসাব
দিচ্ছো নাতো নিজে,
পরকালে হিসাব হবে
শাস্তি পাবে কী যে!
ঠোঁটের কোণে দুষ্টু-হাসি
লেগে আছে তোমার,
মানুষজনে দেখাচ্ছো ভয়
শুধু বুলেট-বোমার!
পার পাবে না মানুষখুনী
পড়বে ধরা শেষে,
ফাঁসির দড়ি তৈরি আছে
স্বাধীন বাংলাদেশে।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২৬/০৭/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কামরুজ্জামান সাদ ২৭/০৭/২০১৭টপিক নির্বাচন ঠিক ছিলো।লেখাটা অনবদ্য
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২৬/০৭/২০১৭খুব ভালো।
-
মোনালিসা ২৬/০৭/২০১৭তুমি অনেক ভাল লিখেছো