ঈমানচোর
ঈমানচোর
সাইয়িদ রফিকুল হক
ভণ্ড তোমায় বলবো নাকো ভণ্ড লজ্জা পাবে,
শয়তান তোমায় বলবো নাকো
ভাবছি এখন কী যে বলা যাবে!
ভণ্ড বলে শয়তান বলে তোমায় দিলে গালি,
গালিগুলোর বদনাম হবে—কেউ দিবে না তালি!
তুমি হলে এমন শয়তান—নাই যে কোনো জুড়ি,
দিনদুপুরে ধর্ম বেচে করছো ঈমানচুরি।
তোমরা এমন ভণ্ডপাজী—নাই যে কোনো শরম,
ধর্মনামে ঈমানচুরি করছো ভীষণ চরম।
লোকের ঈমান চুরি করে সাজছো বড় আলেম!
আসলে যে এই দুনিয়ায় তোমরা বড় জালেম।
ঈমানচোরে সাজছে এখন অনেক বড় মোল্লা,
ধর্মবেচার মাহফিলে করছে ভীষণ হল্লা!
ঈমানচোরে খাচ্ছে এখন সোনার বাংলা গিলে,
ঈমানচোরা ধরবো এবার আমরা সবাই মিলে।
আয়রে ছুটে আয়রে সবাই বাঁধি দেশের জোট,
ঈমানচোরা পায় না যেন কারও একটা ভোট।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১৪/০৭/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কামরুজ্জামান সাদ ১৯/০৭/২০১৭চমৎকার উপস্থাপনা
-
অর্ক রায়হান ১৯/০৭/২০১৭ভালো।
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১৯/০৭/২০১৭সামাজিক।