বৃষ্টি কোথায়
বৃষ্টি কোথায়?
সাইয়িদ রফিকুল হক
বৃষ্টি কোথায়? বৃষ্টি কোথায়?
দুই ফোঁটা জল মাত্র,
আকাশজোড়া মেঘের মাঝে
কয় ফোঁটা অবাধ্য ছাত্র!
এতো যে মেঘ আকাশজুড়ে
আরও দেখি আনাগোনা,
বৃষ্টি তবুও নামছে হালকা
কয় ফোঁটা হাতেগোনা!
বৃষ্টি কোথায়? বৃষ্টি কোথায়?
সবখানে দেখি গর্জন,
কোথাও খুঁজে পাই না এখন
আষাঢ়ের ভারী বর্ষণ।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১৪/০৭/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কামরুজ্জামান সাদ ১৮/০৭/২০১৭আষাঢ়ে ঢল দেখা না গেলেও।মাঝে মাঝে বৃষ্টি হয়ে এর জানান দিচ্ছে।
-
ন্যান্সি দেওয়ান ১৭/০৭/২০১৭Your peom is so sweet.
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১৭/০৭/২০১৭খুব ভালো।