www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মানুষ হবে না তুমি



মানুষ হবে না তুমি
সাইয়িদ রফিকুল হক

মানুষ হবে না তুমি?
তোমার মুখে শূয়রের হাসি
আর নিজের আখের গোছাতে
তুমি লুটপাট করছো মনের সুখে!
তোমাদের মতো অনেক শূয়র
লুটপাট করে এখন জনরোষে পলাতক,
আর কেউ-কেউ শুয়ে আছে বিদেশের মাটিতে।
দেশে এখনও জনগণের সরকার আছে,
দেশে এখনও মানুষের সরকার আছে,
আর দেশে এখনও দেশ-জনতার সমর্থনে
মুক্তিযুদ্ধের পক্ষের সরকার আছে।
তবুও তোমাদের মনে ভয় জাগে না!
তবুও রাজাকারদের মিথ্যা বলা থামবে না?
তবুও যুদ্ধাপরাধীদের অপপ্রচার থামবে না?
তুমি তো এদেরই বংশধর,
তাইতো তোমার মুখে দেখি শূয়রের হাসি!

তোমরা একটু সুযোগ পেলেই
সরকারি সম্পদ হাতিয়ে নিচ্ছো!
তোমাদের আমলাতান্ত্রিক বিলাসিতায়
দেশের সাধারণ মানুষগুলো আজ বড় অসহায়!
তবুও তোমাদের বোধোদয় হয় না।
তবুও তোমাদের লজ্জা করে না!
তবুও তোমাদের পশুত্ব কমে না।
লুটেরার দল একদিন জনরোষে সবকিছু হারিয়ে
পালিয়েছে দস্যু-বাটপাড়ের দেশে,
আর সেখানে বিলাসী জীবনে মদের বোতল খুলে
শুরু হয় তাদের ধর্মপ্রেমের দিন!
তোমরা লুটেরা সেইসব পাষণ্ডের বংশধর।
লুটেরার দল সবখানে পাকিয়েছে জটলা,
আর দালালগুলো এখনও ব্যস্ত ষড়যন্ত্রে!
কিন্তু মনে রেখো পাষণ্ডের দল:
দেশে এখনও সরকার আছে,
প্রয়োজনে আবার শুরু হবে মুক্তিযুদ্ধ।
হে ভণ্ডশয়তান, আর লুটেরা খবিসের দল,
আর যত দেশবিরোধী-ঘুষখোর আদিমশূয়র
এখনও সময় আছে তোমরা ভালো হয়ে যাও,
আর একাত্তরের লুটতরাজ ভুলে যাও,
নইলে তোমাদের কারও পিঠের চামড়া থাকবে না,
আর তোমাদের শয়তানী এই বাংলাদেশে চলবে না।
তোমরা কবে মানুষ হবে? আর কবে মানুষ হবে?
কবে মানুষ হবে তোমরা? আর হবে মানুষ কবে?
মানুষ হবে না তুমি? মানুষ হবে না তুমি।





সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১৩/০৭/২০১৭
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৮৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৩/০৭/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • স ম সা ম য়ি ক।
    • ধন্যবাদ বন্ধু।
  • সাঁঝের তারা ১৩/০৭/২০১৭
    সত্য ভাষণ...
  • ন্যান্সি দেওয়ান ১৩/০৭/২০১৭
    Good.
 
Quantcast