পৃথিবী আমাদের
পৃথিবী আমাদের
সাইয়িদ রফিকুল হক
পৃথিবী আমাদের
আমাদের পৃথিবী।
আর কত স্বপ্ন
আমাদের এই পৃথিবীর বুকে!
আমাদের স্বপ্ন ভেঙ্গে যাবে
কতিপয় দানবের জন্য?
আমরা কি পারি না একসঙ্গে
দানবের বিরুদ্ধে রুখে দাঁড়াতে?
আমরা কি পারি না একসঙ্গে
পৃথিবীর সমস্ত দানব মারতে?
আজ ধর্মের নামে দানব
আজ রাজনীতির নামে দানব
আজ শিল্পপতির নামে লুটেরা দানব
আজ ধনিকশ্রেণীর নামে শোষক দানব
আজ সবখানে দানবের কারখানা।
আর সব দানব মানুষের শত্রু,
দানবজাতি পৃথিবীর অভিশাপ।
কিন্তু পৃথিবী আমাদের
আমাদের পৃথিবী কিন্তু!
এই দানবদের আজ বধ করতেই হবে,
এই দানবদের আজ রুখতেই হবে।
পৃথিবী আমাদের
পৃথিবী মানুষের।
এখানে আমরা মানতে পারি না দানবের ত্রাস,
আর দানবের ধর্ম আমরা পাঠাবো নির্বাসনে।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১১/০৭/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১০/০৯/২০১৭ভালো।
-
সাঁঝের তারা ১৩/০৭/২০১৭অনেক ভালো
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১২/০৭/২০১৭খুব ভালো লিখেছেন।