তুমি কত সুখী
তুমি কত সুখী
সাইয়িদ রফিকুল হক
তোমার চোখের জল দেখেছি
কিন্তু কষ্ট দেখি নাই,
তোমার করুণ কান্না শুনেছি
তবুও দুঃখ বুঝি নাই।
তোমার মুখে হাসি দেখেছি
তাই, বুকের কষ্ট মেপে দেখি নাই।
তোমার চেহারায় দেখেছি সুখ
কিন্তু মেপে দেখি নাই এর গভীরতা,
তাইতো এখন রোদের আড়ালে
জমেছে অনেক জমকালো মেঘ!
তোমার বুকে জন্মেছে কষ্টনদী,
সেখানে তুমি সাঁতার কাটছো রোজ-রোজ,
কষ্ট ভুলে তাইতো শিখেছো হাসতে,
আর তোমার মুখের হাসি দেখে
আমরা ভাবি: তুমি কত সুখী!
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০৯/০৭/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Tanju H ১০/০৭/২০১৭অনন্য কবিতা।শুভেচ্ছা......।
-
সাঁঝের তারা ১০/০৭/২০১৭অনবদ্য
-
শাহানাজ সুলতানা (শাহানাজ) ০৯/০৭/২০১৭সুন্দর
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০৯/০৭/২০১৭খুব ভালো।