সাধারণ একজন মানুষ
সাধারণ একজন মানুষ
সাইয়িদ রফিকুল হক
কষ্টগুলো রোদে শুকাতে দিয়েছি
যদি দুঃখ একটু কমে,
ভয়গুলোকে কবর দিয়েছি আদর করে
যদি মনের সাহস একটু বাড়ে।
লোভের বাসায় আগুন দিয়েছি ক্রোধে
একটু মানুষ হবো বলে!
অহংকারের গুদামঘরে দিয়েছি বারুদ জ্বেলে
সাধারণ একজন মানুষ হবো বলে।
কষ্টগুলো অনেক কষ্টে রোদে শুকিয়ে
মনের দুঃখ ফেলেছি ঝেড়ে,
হতাশাগুলো মনের সুখে বিক্রি করে দিয়েছি
ধনী-প্রভাবশালীদের কাছে।
আমার এখন কোনো কষ্ট নাই
সাধারণ একজন মানুষ হবো বলে।
আমার কোনো যন্ত্রণা নাই
পরের ধনে কারও পোদ্দারি দেখে।
কষ্টগুলো শুধু-শুধু বাড়ায় মনের জ্বালা
তাই যেটুকু কষ্ট অবশিষ্ট ছিল মনে
আজ সকালে তা ঝাঁড়ুপেটা করে
মনের সুখে ফেলে দিয়েছি নর্দমার জলে।
সাধারণ মানুষ হবো বলে
পরের ধনে কাতর হই না শীত-গ্রীষ্মকালে,
পরের ধনে আমার মন কাঁদে না
কোনো এক বসন্তের সকালে।
সাধারণ একজন মানুষ হওয়ার
চেষ্টা করছি প্রতিমুহূর্তে,
কারও উঁচুতলা-ভবন দেখে উচ্চরক্তচাপে
আমি ভর্তি হই না কোনো বিলাসী-হাসপাতালে।
আমি সাধারণ মানুষ,
আর খুব সাধারণ একজন মানুষ।
আমার কোনো কষ্ট নাই,
আমার কোনো দুঃখ নাই,
তবে আমি মানুষ বলে আমার লজ্জাশরম আছে।
কষ্ট বেচে আমি এখন সুখের মহাজন,
আমার বুকে এখন কষ্টে জন্মে নাকো হিংসা,
হিংসাগুলো জুতাপেটা করে কবে তাড়িয়ে দিয়েছি
রাজনীতির ময়দানে,
আমি এখন মুক্ত মানুষ,
আমার বুকে জন্মেছে কত রক্তগোলাপ।
ক্রোধের স্তূপ প্রেমের আগুনে
সরাসরি ধ্বংস করে গড়েছি স্বপ্নের বাগান।
আমি এখন মুক্ত স্বাধীন,
আমি এখন সাধারণ একজন মানুষ।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০৭/০৭/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০৭/০৭/২০১৭ভাললাগা সহ।
-
পিছাবনী{রাধাশ্যাম জানা(রাজ)} ০৭/০৭/২০১৭সুন্দর মন
-
সাঁঝের তারা ০৭/০৭/২০১৭খুব সুন্দর...