ভণ্ডের হাতে ধর্ম
ভণ্ডের হাতে ধর্ম
সাইয়িদ রফিকুল হক
ভণ্ডের হাতে ধর্ম!
বুঝি নাতো মর্ম।
ধার্মিক হয় কি শয়তান?
পশুর দখলে মানুষের ময়দান।
ধর্মের নামে চলছে শুধু মানুষখুন,
অশান্তি যে ধর্মের নামে শতগুন।
ধর্ম মানে কীরে পশুর দল?
বলরে তোরা একবার বল।
ধর্ম মানে জানিস নাতো শয়তান,
তবুও কেন ধর্মের নামে মিথ্যা বলে
গরম করছিস ময়দান?
ভণ্ডের হাতে এখন দেখি ধর্ম,
সব যে গেল রসাতলে
এবার বাঁচাও ধর্মের মর্ম।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০৬/০৭/২০১৭
সাইয়িদ রফিকুল হক
ভণ্ডের হাতে ধর্ম!
বুঝি নাতো মর্ম।
ধার্মিক হয় কি শয়তান?
পশুর দখলে মানুষের ময়দান।
ধর্মের নামে চলছে শুধু মানুষখুন,
অশান্তি যে ধর্মের নামে শতগুন।
ধর্ম মানে কীরে পশুর দল?
বলরে তোরা একবার বল।
ধর্ম মানে জানিস নাতো শয়তান,
তবুও কেন ধর্মের নামে মিথ্যা বলে
গরম করছিস ময়দান?
ভণ্ডের হাতে এখন দেখি ধর্ম,
সব যে গেল রসাতলে
এবার বাঁচাও ধর্মের মর্ম।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০৬/০৭/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Tanju H ০৭/০৭/২০১৭অসাধারন!
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০৭/০৭/২০১৭বাস্তব।
-
সাঁঝের তারা ০৭/০৭/২০১৭সত্য বচন