আকাশের কান্না
আকাশের কান্না
সাইয়িদ রফিকুল হক
মেঘলা আকাশ দিনদুপুরে
কাঁদছে বড় সুখে,
তাইতো দেখি সারাসকাল
হাসি নাই তার মুখে!
দুঃখগুলো আজকে যেন
ঝরছে বড়ই তেজে,
কাঁদছে আকাশ মনের সুখে
করুণরূপে সেজে!
আমরা ভাবি: আকাশ বুঝি
অনেক বেশি সুখী,
বাইরে তাহার রোদ-চেহারায়
দেখি না ভাব দুঃখী।
আসলে যে আকাশ কাঁদে
কাঁদে অঝর ধারায়,
তারই কান্নায় মর্ত্যলোকে
এমন বৃষ্টি ঝরায়!
আকাশের ওই কান্না দেখে
বুঝতে পারো কিছু?
সকল স্বার্থ ভুলে এবার
হও না তুমি শিশু।
সাইয়িদ রফিকুল হক
পূর্বরাজাবাজার, ঢাকা,
বাংলাদেশ।
০৩/০৭/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০৪/০৭/২০১৭ভালো।
-
Tanju H ০৩/০৭/২০১৭অসাধারন।
-
মিজান নকীব ০৩/০৭/২০১৭হুমম! ভালো
-
অর্ক রায়হান ০৩/০৭/২০১৭শেষ লাইনটা ঠিক ছন্দের সাথে সামঞ্জস্যপূর্ণ হলো না। এছাড়া ভাল।
-
খায়রুল আহসান ০৩/০৭/২০১৭বেশ সুন্দর ছন্দবদ্ধ কবিতা। তবে-
একেবারে শেষের চরণটি "হতে হবে নিষ্পাপ-শিশু" এর পরিবর্তে "হও নিষ্পাপ শিশু" করা যায় কিনা ভেবে দেখতে পারেন। -
আরিফুল ইসলাম ০৩/০৭/২০১৭অসাধারণ