রাক্ষুসে ক্ষুধা
রাক্ষুসে ক্ষুধা
সাইয়িদ রফিকুল হক
ক্ষুধার্ত সৌদির পেটে
জন্ম নিছে আজ হাজার-হাজার রাক্ষস!
সুন্নতীখেজুর, উট, দুম্বা, ভেড়া, বকরিতে
আজ ওদের ক্ষুধা নিবৃত্ত হচ্ছে না।
সৌদির রাক্ষুসে ক্ষুধা আজ গিলে খাচ্ছে—
ইরাক, সিরিয়া, ইয়েমেন...
আরও গিলে খেতে চাচ্ছে ইরান, কাতার!
তবুও সৌদিআরবের ক্ষুধা নিবৃত্ত হচ্ছে না।
আল্লাহর নিয়ামত তেলের টাকা
ঢালছে সৌদি শয়তানের পথে,
ভোগের সাম্রাজ্যে ঝড় উঠেছে রাজপ্রাসাদে!
পবিত্র রমজান-মাসেও তেলের টাকায়
সৌদি হামলা করেছে মুসলমানের বুকে!
আর ঈদের দিনে সৌদির হামলায় মানুষ মরেছে
ইয়েমেনে, ইরাকে, সিরিয়ায়!
রাক্ষুসে ক্ষুধা জেগেছে আজ সৌদির বুকে
মুসলমানের রক্ত ছাড়া মিটছে না তাদের তৃষ্ণা!
ধর্ম হাতে আলখাল্লা গায়ে
সৌদিআরব বোমা মারছে শয়তানের নামে
দেশে-দেশে মুসলমানের বুকে!
আজ রাক্ষুসে ক্ষুধা জেগেছে সৌদির রাজপ্রাসাদে।
আজ রাক্ষুসে ক্ষুধা জেগেছে সৌদিরাজপরিবারে।।
সাইয়িদ রফিকুল হক
পূর্বরাজাবাজার, ঢাকা,
বাংলাদেশ।
২৭/০৬/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কামরুজ্জামান সাদ ১৭/০৭/২০১৭সবাই মরণ খেলায় মেতে উঠেছে
-
সাঁঝের তারা ২৮/০৬/২০১৭ভাল। কিন্তু শুধু সৌদি আরব কেন?
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২৮/০৬/২০১৭ভালোলাগা সহ।