হালছাড়া জীবননৌকা
হালছাড়া জীবননৌকা
সাইয়িদ রফিকুল হক
মাতাল-নদে সাঁতার কেটে
খুঁজে পাই না কূল,
ভুলসাগরে ডুবে-ডুবে
খাচ্ছি বিষের হুল!
প্রেমসাগরে সাঁতার কেটে
হইছি ভীষণ ফতুর,
প্রেমিকা তাই বললো হেলায়
হও গে আরও চতুর।
ভেবেছিলাম সান্ত্বনারই
শরবতে তাই
ভিজবে আমার গলা,
এখন দেখি দুঃখনদীর
আগুনঝরা
পথটা ধরেই চলা।
মাতাল-নদে সাঁতার কেটে
পাই না খুঁজে চাতাল,
শপথ নিলাম এই জীবনে
আর হবো না মাতাল।
সাইয়িদ রফিকুল হক
পূর্বরাজাবাজার, ঢাকা,
বাংলাদেশ।
২২/০৬/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ শফিক আল বারি ২৬/০৬/২০১৭চমৎকার
-
সাঁঝের তারা ২৪/০৬/২০১৭প্রেমের ফতুর - চমৎ্কার ভাবনা।
-
আলম সারওয়ার ২৪/০৬/২০১৭চমৎকার।শুভেচ্ছা থাকল আমার ।ঈদ মোবারক
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২৪/০৬/২০১৭সুন্দর।
-
কবীর হুমায়ূন ২৪/০৬/২০১৭ভালো লিখেছেন। তবে, প্রথম দুই স্তবক এবং শেষ স্তবকটি ভালো লাগলো তার ছন্দময়তার জন্য। ভালো থাকুন।