ভয়ংকর মাতলামি
ভয়ংকর মাতলামি
সাইয়িদ রফিকুল হক
সাম্প্রদায়িকতার দুর্গন্ধময় প্রস্রাব
চেটেপুটে খাচ্ছে ভদ্রবেশী-লেবাসধারী-ধার্মিক,
আরও কাড়াকাড়ি করছে কত আলখেল্লাধারী!
আরও কত মডারেট-ধার্মিক হাসিমুখে
আর পরম সুখে গায়ে মাখছে তাদের প্রিয় প্রস্রাব।
দুধের সাগর ভরাট করে ওরা ধর্মের মহাজন
বানাচ্ছে ওদের মনমতো প্রস্রাবের নহর,
দুধে নাকি তৃষ্ণা মেটে না!
আর প্রস্রাবে স্বাদ বেশি!
সাম্প্রদায়িকতার দুর্গন্ধময়-প্রস্রাবে
ডুবে যাচ্ছে আমার দেশের কত শত
শিক্ষিত-কথিত বুদ্ধিজীবীর অমূল্য মগজখানি,
আরও ভেসে যাচ্ছে আমার দেশের
কত তরতাজা যুবক-যুবতীর নধরকান্তি দেহ-মন,
আর প্রস্রাবে ভিজিয়ে নিচ্ছে তাদের বাহারি পোশাক।
আত্মীয়তার পারফিউম ছেড়ে দিয়েছে অনেকে—
শত্রুতার সুখে স্বাদ খুঁজে নিচ্ছে বিভেদের প্রস্রাবে,
দোকানে-দোকানে উন্মুখ হয়ে ওরা আজ খোঁজে
মানুষের বুকে চিতার আগুন জ্বালানো ওই প্রস্রাব!
সাম্প্রদায়িকতার প্রস্রাবপানে দেশের মানচিত্র ছিঁড়ে
হারামজাদার দল দেশের আনাচেকানাচে
শুরু করেছে প্রকাশ্যে-অপ্রকাশ্যে ভয়ংকর মাতলামি!
ওদের পানপাত্রগুলো এখন দেশবিধ্বংসী-প্রস্রাবে ভরপুর,
ওদের মগজগুলো এখন নিয়মিত ধৌত করা হচ্ছে প্রস্রাবে,
ওদের হৃদযন্ত্র আজ ভেসে গেছে ভয়াবহ সেই প্রস্রাবে,
ওরা নিয়মিত গর্বসহকারে উন্মত্ততায় প্রস্রাবপান করছে
আর সারাদিনভরে সাধারণের কাছে সেই প্রস্রাব বিলাচ্ছে।
সাইয়িদ রফিকুল হক
পূর্বরাজাবাজার, ঢাকা,
বাংলাদেশ।
২২/০৬/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২৪/০৬/২০১৭প্রাসঙ্গিক।