জীবন তুমি কী
জীবন তুমি কী?
সাইয়িদ রফিকুল হক
জীবন তুমি কী?
কে তোমাকে বলেছে
এভাবে উদভ্রান্তের মতো
আশায়-আশায় জেগে থাকতে?
আর নদীর মতো বয়ে চলতে?
অথবা কেন তুমি দুরাশায়
বয়ে চলেছো নিরন্তর?
জীবন তুমি কী?
কে তোমাকে ভালোবাসে?
কে তোমাকে কাছে টানে?
কে তোমাকে জানে?
কে তোমাকে বোঝে?
আর কে তোমাকে
একটুখানি চেনে?
জীবন তুমি আসলে কী?
সাইয়িদ রফিকুল হক
পূর্বরাজাবাজার, ঢাকা,
বাংলাদেশ।
২১/০৬/২০১৭
সাইয়িদ রফিকুল হক
জীবন তুমি কী?
কে তোমাকে বলেছে
এভাবে উদভ্রান্তের মতো
আশায়-আশায় জেগে থাকতে?
আর নদীর মতো বয়ে চলতে?
অথবা কেন তুমি দুরাশায়
বয়ে চলেছো নিরন্তর?
জীবন তুমি কী?
কে তোমাকে ভালোবাসে?
কে তোমাকে কাছে টানে?
কে তোমাকে জানে?
কে তোমাকে বোঝে?
আর কে তোমাকে
একটুখানি চেনে?
জীবন তুমি আসলে কী?
সাইয়িদ রফিকুল হক
পূর্বরাজাবাজার, ঢাকা,
বাংলাদেশ।
২১/০৬/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২১/০৬/২০১৭সুন্দর।