দোজখের দরজাও খোলা আছে
দোজখের দরজাও খোলা আছে
সাইয়িদ রফিকুল হক
মদ খাচ্ছো খাও
মাতাল হচ্ছো হও
আবোলতাবোল বকছো
যাও বকে যাও।
ভাবনা কী আর তোমার?
সুখ চারপাশে,
আরও কত ফুর্তি!
সুখের জোয়ার
বইছে তোমার হাতের কাছে,
তবুও জেনো
দোজখের দরজাও খোলা আছে।
মদ খাচ্ছো
মাতাল হচ্ছো
সবই তোমার ইচ্ছা,
কিন্তু এ যে ভীষণ বাজে কিচ্ছা।
মদের বোতল
খুলে দিচ্ছে
তোমার ফুর্তির স্বর্গদ্বার,
চেহারাটা রোশনাই হচ্ছে আর!
একটা কথা তবুও কি
তোমার মনে দেয় না দোলা?
দোজখের দরজাও খোলা!
মদে ভেসে যাচ্ছো
আর আনন্দে মেতে আছো
চারিপাশে এখন তোমার
কত মানুষ!
ভণ্ডগুলো তোমার টাকায়
রোজ-রোজ উড়ায় ফানুস!
তোমার সুখের দরজা
খোলা এখন চারপাশে,
আর জানো তো
দোজখের দরজাও খোলা আছে।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০৩/০৫/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঁঝের তারা ০৫/০৬/২০১৭দোজখেও যদি এমন ফুর্তি করা যায় তাহলে আপত্তি কি? ভাল কবিতা
-
মহঃ ইসরাফিল সেখ ০৪/০৬/২০১৭Awesome
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০৩/০৬/২০১৭খাটি কথা।