দেশের মানুষ
দেশের মানুষ
সাইয়িদ রফিকুল হক
ফুলের বনে ফুল দেখি না
দেখছি শুধু কাঁটা,
দেশের বুকে মানুষ কয়টা
আছে বুকের পাটা?
নকল মানুষ সবখানে আজ
ভেজাল চারিদিকে,
ভণ্ডলোকের এমন ভিড়ে
আসল রবে টিকে?
সোনার মানুষ কোথায় আছে
যারা দেশের সৈনিক,
এখন দেখি সবখানে আজ
পাকি-নফর-চৈনিক।
দেশের জন্য দেশের মানুষ
জাগবে আবার কবে?
খাঁটি সোনার পরশ পেয়ে
সোনার বাংলা হবে।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০২/০৬/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Tanju H ০২/০৬/২০১৭অসম্ভব সুন্দর।
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০২/০৬/২০১৭ভালো বিষয়।
-
কাজী জুবেরী মোস্তাক ০২/০৬/২০১৭অপেক্ষায় অপেক্ষারত
-
রইস উদ্দিন খান আকাশ ০২/০৬/২০১৭অপেক্ষা করছি