মূর্খগুলো দেখতে ভালো
মূর্খগুলো দেখতে ভালো
সাইয়িদ রফিকুল হক
মূর্খগুলো দেখতে ভালো
কিন্তু ভীষণ সাংঘাতিক!
অনেক মূর্খ এখন দেখি
জার্সি গায়ে সাংবাদিক।
পড়ালেখার চিহ্ন যে নাই
তবুও নাকি বিদ্বান!
জ্ঞানের বড়াই দেখে শেষে
সুধী হলেন অজ্ঞান।
মূর্খগুলো দেখতে ভালো
বাইরে পলাশফুল,
আসলে যে ভিতরটাতে
ওদের শুধু ভুল।
মূর্খগুলো করছে এখন
জ্ঞানী হওয়ার ভান,
কিন্তু ওদের জ্ঞানের প্রতি
নাই যে কোনো টান।
জ্ঞান ছেড়েছে বাজে নেশায়
আরও পাপের আশায়,
মূর্খগুলো দ্বীন-দুনিয়া
দিচ্ছে মদে ভাসায়।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
৩০/০৫/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আলম সারওয়ার ৩১/০৫/২০১৭ভাল লাগল ।তবে শেষে ছন্দ পতন মনে হয়
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ৩০/০৫/২০১৭ভালোই ঠুকলেন।
-
পিছাবনী{রাধাশ্যাম জানা(রাজ)} ৩০/০৫/২০১৭অপূর্ব