বারুদ তোমার বুকে

বারুদ তোমার বুকে
সাইয়িদ রফিকুল হক
আগুন জ্বালার বারুদ খুঁজে
লাভ কি বলো মুখে?
একটাবার তুই দেখ না ভেবে
বারুদ যে তোর বুকে।
তোর বুকে যে বারুদখনি
ঘুমায় আছে জানিস?
সেখান থেকে একটুখানি
কর না এবার পালিশ।
অনাচারের গুদামঘরে
দে না ছড়ায় বারুদ,
যাক না মরে অত্যাচারী
যুগজামানার নমরুদ।
বুকের ভিতর বারুদ রেখে
ঘুরিস কোথায় বনে?
একটু ভেবে দেখ না এবার
বারুদ যে তোর মনে।
অত্যাচারীর আস্তানায়
দে না ঢেলে বারুদখনি,
তুই যে হবি সূর্যসেন
কিংবা চোখের মণি।
বুকের বারুদ জ্বালা এবার
মরবে শালা ভণ্ড,
মন-আগুনে পুড়িয়ে সব
কর না ভীষণ লণ্ড।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২০/০৫/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আতাম মিঞা ২১/০৫/২০১৭কবির বুকে যথেষ্ট আগুন আছে !
-
মুহম্মদ কবীর সরকার(Mahdi Kaabir) ২১/০৫/২০১৭ভাল লাগলো
-
সাঁঝের তারা ২০/০৫/২০১৭সু ন্দ র
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২০/০৫/২০১৭ভালো।