খুকির মনে ঝড়
খুকির মনে ঝড়
সাইয়িদ রফিকুল হক
ঝড় উঠেছে ঝড় উঠেছে
ছোট্ট খুকির বুকে,
তাইতো দেখি ভাষা নাই যে
ছোট্ট খুকির মুখে।
মনটা তাহার গোমড়া ভীষণ
চোখের কোণে কালি,
বুকের ভিতর স্বপ্ন মুছে
উড়ছে শুধু বালি!
ভার্সিটিতে পড়তে গিয়ে
হঠাৎ খুকি বেজার,
ক’দিন আগেও ছোট্ট খুকি
বলতো কথা মজার।
ছোট্ট মনে এমন কী যে
লাগছে কালির দাগ,
তাইতে খুকির মনে হঠাৎ
জমছে ভীষণ রাগ।
দুষ্টলোকের কথা ভুলে
ঘুরে দাঁড়াও খুকি,
মনের জোরে দাঁড়িয়ে যাও
সত্যের মুখোমুখি।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১৬/০৫/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১৮/০৫/২০১৭ভালো।
-
রেজাউল আবেদীন ১৭/০৫/২০১৭খুকির মনে পড়ে দারুন একটি লিখা। ধন্যবাদ , আমার রচিত "বাচ্চা শিশু ও বয়স্কের ভাবনা" ছড়াটি পড়ার আমন্ত্রন রইল।
-
আলম সারওয়ার ১৬/০৫/২০১৭Wow
-
মুহাম্মাদ রাসেল উদ্দীন ১৬/০৫/২০১৭কবিতা পাঠ নয়, যেন নেশা করিলাম!