www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ভক্তি কর মাকে



ভক্তি কর মাকে
সাইয়িদ রফিকুল হক

মায়ের সেবা করতে হবে
যতই রাগুক বউ,
নইলে তুমি পাবে না যে
স্বর্গধামের মউ!
মায়ের পেটে ছিলাম আমরা
ছিল সকল নবী,
মায়ের পেটেই জন্ম নিছে
সকল দেশের কবি।
বউকে খুশি করতে গিয়ে
মাকে করছো দোষী,
বন্ধু তুমি জেনেশুনে
ধরছো পাপের রশি।
এখনও যে সময় আছে
আয় না ফিরে সতে,
মায়ের কাছে স্বর্গ আছে
সকল ধর্মমতে।
কীসের আশায় কীসের নেশায়
হচ্ছো বউয়ের গোলাম?
এখনই তুই বাড়ি ফিরে
কর না মা-কে সালাম।
বউকে তুমি বাসবে ভালো
সে তো ভালো কথা,
কিন্তু তুমি বউয়ের কথায়
মা-কে দিবে ব্যথা?
স্বর্গদুয়ার আটকে গেলে
বাড়বে মনের জ্বালা,
মায়ের হাসি দেখতে পেলে
খুলবে সকল তালা।
স্বর্গ তোমার হাতের কাছে
ভক্তি কর মা-কে,
একটুখানি দাও না সাড়া
মহানবীর ডাকে।


সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১৪/০৫/২০১৭
বিশ্ব-মা-দিবস
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১১৮২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৪/০৫/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • মধু মঙ্গল সিনহা ১৫/০৫/২০১৭
    অনবদ‍্য লেখা।
  • মাতৃ দিবসে অনন্য।
    • অনেক ধন্যবাদ বন্ধু। আর সঙ্গে শুভেচ্ছা।
  • সাঁঝের তারা ১৪/০৫/২০১৭
    অনন্য
 
Quantcast