বিশ্বমুসলিম জেগে ওঠে শবে বরাতে
বিশ্বমুসলিম জেগে ওঠে শবে বরাতে
সাইয়িদ রফিকুল হক
মুসলিম-জাতি ভাগ্য-ফেরাতে
আজি করবে ইবাদত
শবে বরাতে!
পুণ্যরজনী আবার যে তাই
ফিরে এলো ধরাধামে,
বিশ্বমুসলিম জেগেছে এবার
শবে বরাতের নামে।
আজকে দেখি তাইতো ঘুম নাই
কারও চোখে,
পুণ্যরাতি-জাগরণে
দিশেহারা সর্বলোকে।
বিশ্বমুসলিম জেগে ওঠে
পুণ্যরাতে—শবে বরাতে,
সারা রাতের ইবাদতে
নিষ্পাপ হবে সে প্রভাতে।
এসো সব ভাই—এসো বন্ধু
মিশে যাই প্রভুর প্রেমে,
মুক্তি তোমার মিলবে নাকো
মিথ্যা মণি-মুক্তা-হেমে।
এসো সব ভাই—এসো বন্ধু
ডুবে যাই প্রভুর প্রেমে।।
আগরবাতি-আতরঘ্রাণে
আমোদিত আজ চারদিক,
নুরে-নুরে করছে যে তাই
দুনিয়া ঝিকমিক!
ঘর ছেড়ে তুই চেয়ে দেখ এবার
রাতের আকাশ,
মহাপ্রভুর গুণগানে
মেতে আছে নির্মল বাতাস।
আজকে এমন পুণ্যরাতি
হারালে পাবে না সহজে,
জীবনগড়ার শপথ নাও
প্রভুর প্রেমে মজে।
শাবান-মাসের পূর্ণিমা-রাতে
ফিরে আসে শবে বরাত,
সত্যপ্রেমে মিথ্যা ছেড়ে
হয়ে যাও মিথ্যাবিরোধী-করাত!
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২২/০৫/২০১৬
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১২/০৫/২০১৭শবে বরাত এর শুভেচ্ছা।
-
আতাম মিঞা ১২/০৫/২০১৭শেষের লাইনটা চমৎকার লাগলো ! ধন্যবাদ,ধন্য হলাম করাত দর্শনে !
-
সাঁঝের তারা ১২/০৫/২০১৭সুন্দর আহবান ...
-
এ এস এম আব্দুল্লাহ ১২/০৫/২০১৭আগরবাতি গুলো না জ্বালানোই ভালো৷
-
মধু মঙ্গল সিনহা ১১/০৫/২০১৭শুভেচ্ছা রইল।
-
আব্দুল হক ১১/০৫/২০১৭সুন্দর লিখা! শুভকামনা!!