ইচ্ছে ছিল খুব

ইচ্ছে ছিল খুব
সাইয়িদ রফিকুল হক
তোমার সাথে কথা বলার ইচ্ছে ছিল খুব,
একটা দুপুর পড়ে ছিল খুবই নিশ্চুপ!
ইচ্ছে ছিল তোমার হাতে রাখবো একটা হাত,
আশায়-আশায় কেটে গেল কত দিবস রাত!
একটু সময় বাঁচিয়ে তাই বসে ছিলাম বাটে,
তবুও তুমি আসলে নাতো আমার প্রেমের ঘাটে।
আশা ছিল তোমার সাথে বলবো কথা অনেক,
আমায় তুমি ভাবলে নাতো কাছের মানুষ জনেক।
জীবনটা যে আশায় দোলে—বুঝতে পারো তুমি?
জানি নাতো বলছে কী যে তোমার মনোভূমি।
হৃদয়টাকে ভোরের মতো করতে পারো সজীব?
একটু হাসি একটু আশায় জ্বালবো প্রেমের প্রদীপ।
তোমার আশায় থেকে-থেকে হচ্ছি কেমন খাপছাড়া,
ভাবছি এবার আমায় তুমি করবে বুঝি সর্বহারা।
সর্বনাশের পথে আমি হাঁটছি তোমার আশায়,
শেষটা বন্ধু হতে পারে একটু ভালোবাসায়?
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১০/০৫/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১১/০৫/২০১৭ভালো।
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১১/০৫/২০১৭ভালোলাগা সহ।
-
মধু মঙ্গল সিনহা ১০/০৫/২০১৭সুন্দর।