আসল কে যে
আসল কে যে!
সাইয়িদ রফিকুল হক
মানুষ তুমি
মানুষ আমি
আসল কে যে
জানেন শুধু অন্তর্যামী।
রূপে তুমি
অতি মনোহর
কিন্তু দেখি অন্তর জুড়ে
ভয়াবহ কহর!
মানুষ আমি
করছি শুধু
নিজে-নিজে
মানুষ-দাবি,
কিন্তু ভাবি
কে যে ঘুরায়
আর কার হাতে
আমার মনের চাবি!
মানুষ তুমি
মানুষ আমি
করছি কত জোরসে দাবি,
আসলে আজ মানুষ কিনা
তাইতো এখন ভাবি।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০৭/০৫/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঁঝের তারা ০৭/০৫/২০১৭বেশ তো ...
-
শাহারিয়ার ইমন ০৭/০৫/২০১৭আসল কে??কেউ হয়ত না
-
শাহারিয়ার ইমন ০৭/০৫/২০১৭আসল কে??
-
মধু মঙ্গল সিনহা ০৭/০৫/২০১৭ভালো লাগলো।