মানুষ আমি
মানুষ আমি
সাইয়িদ রফিকুল হক
মানুষ আমি
আমার আছে মানুষের মন
জীবনসুখে লাগবে নাকো
পাহাড়সম ধন।
মানুষ আমি
হৃদয়টাকে করেছি তাই
স্নিগ্ধ ভোরের ফুলবাগান,
মনের জোরে পাচ্ছি সাহস
আরও আছে মাথার উপর
সাত-আসমান।
মানুষ আমি
চাই না যেমন নিজের ক্ষতি
পরের ভালো চাইতে হবে
ঠিক করেছি মতিগতি।
মানুষ আমি
নিজের দুঃখ
ভুলে গেছি কবে!
পর যে আমার এখন থেকে
আপন হবে।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০৫/০৫/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঁঝের তারা ০৬/০৫/২০১৭পর আপন হোক - সুন্দর ভাবনা ...
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০৫/০৫/২০১৭অনেক ভালো।
-
মো: রিদওয়ানুল ইসলাম রিফাত ০৫/০৫/২০১৭চমৎকার
-
রাশেদ খাঁন ০৫/০৫/২০১৭আমি মানুষ!