মনবাগানে ফুল ছিঁড়িতে মানা
মনবাগানে ফুল ছিঁড়িতে মানা
সাইয়িদ রফিকুল হক
শখের বাগান—মনবাগানে
ফুল ছিঁড়িতে মানা,
গোলাপগুলো মেলছিলো তাই
মধুরঙের ডানা!
তবুও দেখি একটা পামর
ঢুকলো বুকের মাঝে,
জীবনফুলের পাঁপড়ি ধরে
টানছে সকাল-সাঁঝে!
মনবাগানে হরেক রঙে
ফুটছে মধুফুল,
ভুলমানুষের আগমনে
কোরো নাকো ভুল।
জীবনটাতে ফুটতে দিয়ো
রঙ-বেরঙের ফুল,
ভুলমানুষের আক্রমণে
কোরো নাকো ভুল।
মনবাগানে ফুটবে কত
নাম-না-জানা কলি,
ভুলমানুষের আক্রমণে
দিয়ো না সব বলি।
মনবাগান যে শখের জিনিস
ঢুকায়ো না কীট,
অবিশ্বাসটা দূরে রাখো
জ্বলবে প্রদীপ মিটমিট।
মনবাগানের ফুল যে শোভন
আরও ভীষণ দামি,
ফুলগুলো সব হাতে রেখো
মানুষ হবে নামি।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০৪/০৫/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০৪/০৫/২০১৭রঙ > রং
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০৪/০৫/২০১৭খুব ভালো।
-
পরশ ০৪/০৫/২০১৭খুব ভালো
-
মধু মঙ্গল সিনহা ০৪/০৫/২০১৭অপূর্ব লিখেছেন।