শ্রমিকের বুকের রক্তে
শ্রমিকের বুকের রক্তে
সাইয়িদ রফিকুল হক
এই শ্রমিকের বুকের রক্তে
গড়ে উঠছে সভ্যতারাজি,
বিশ্বগড়ার কারিগরেরা
তবুও কত অসহায় আজি!
ওরাও মানুষ—তবুও দেখি
পড়ে আছে আজও মৃতপ্রায়,
দিবস এলে শুনি শুধু
লোকদেখানো হায়-হায়!
কর্তারা আজ নিজের স্বার্থে
খুলেছে যে লাভের কারখানা,
শ্রমিক মরছে ধুঁকে-ধুঁকে
আর যে মালিক মেলছে ডানা!
ফার্মে বলো কারখানায় বলো
সবখানে বসে আছে আজাজিল,
ওই শ্রমিকের ভাগ্যমারার
ওরা সবাই হিংস্র বাজ-চিল!
হায়নাগুলো এখন দেখি
অনেক বড় শিল্পপতি!
কাঁচা-টাকার লোভে-পাপে
ঠিক নাই ওদের মতিগতি।
এই দেশেতে শিল্পপতি
সব দেখি চোরের খনি!
কে হবে আজ অভাগা দেশে
ওই শ্রমিকদের চোখের মণি?
দিবস এলে তোরা সবাই
লোকদেখানো মানবপ্রেমিক!
আসলে যে তোদের হাতেই
মরছে আজি বাংলার শ্রমিক।
আজ শ্রমিকের বুকের রক্তে
গড়ে উঠছে পৃথিবীর সব,
তবুও দেখি এই শ্রমিকদের
মুখে নাই কোনো কলরব!
কবে আসবে আবার সুদিন
আইন হবে শ্রমিকের পক্ষে,
সারাবাংলার অসহায় মানুষ
পাবে একটু রক্ষে!
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২/০৫/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ০২/০৫/২০১৭
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০২/০৫/২০১৭মরমে বিঁধিল। শুভেচ্ছা।
-
সাঁঝের তারা ০২/০৫/২০১৭সুদিন কি আসবে?
-
মধু মঙ্গল সিনহা ০২/০৫/২০১৭আপনাকে অশেষ ধন্যবাদ।
কি যাতনারই এক ছবি এই কবিতা!
ধন্যবাদ