অবেলার ক্রন্দন
অবেলার ক্রন্দন
সাইয়িদ রফিকুল হক
কাঁদছো কেন সখী?
আজ কি ভয় পাও
দাঁড়াতে নিজের মুখোমুখি?
কেন তুমি কাঁদছো সখী
বলবে কি কার অবহেলায়
নাকি তুমি নিজের ভুলে
এই ঊনিশে আজ অসহায়।
বয়স মাত্র ঊনিশ তোমার
কিন্তু চেহারায় কারুণ্য!
কেন সখী রুগ্ন হয়ে
হারিয়েছো তারুণ্য?
মনআকাশে সূর্য তোমার
উঠবে এখন তেজে,
কিন্তু সখী যাচ্ছো তুমি
অবেলার ক্রন্দনে ভিজে!
ভুল করেছো দিবে মাশুল
আরও ভুলের ইতিহাসে,
এই পৃথিবী কাঁদবে নাকো
তবুও তোমার দীর্ঘশ্বাসে!
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
৩০/০৪/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০১/০৫/২০১৭
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০১/০৫/২০১৭'কি' আর 'কী' এর ব্যবহার স্পষ্ট নয়।
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০১/০৫/২০১৭বেশ ভালো।
-
সাঁঝের তারা ৩০/০৪/২০১৭দারুণ কথা!
-
রিয়াদ চৌধুরি ৩০/০৪/২০১৭জটিল
-
মোনালিসা ৩০/০৪/২০১৭সুন্দর হ্য়ছে
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ৩০/০৪/২০১৭ওহ! দারুন
বন্ধু, যতই পড়ি আপনার কবিতা
ততই মুগ্ধ হই।।
অনেক দোয়া রইল।
হারিয়েছো > হারিয়েছ
করেছো > করেছ