বৃষ্টি নামে খুকির চোখে
বৃষ্টি নামে খুকির চোখে
সাইয়িদ রফিকুল হক
বৃষ্টি নামে বৃষ্টি নামে
বৃষ্টি খুকির চোখে,
কলেজ ফেলে আজকে খুকি
কাঁদছে কাহার শোকে?
দু’চোখে তার মুষলধারে
ঝরছে অঝোর বৃষ্টি,
একটু আগেও খুকি ছিল
কী যে ভীষণ মিষ্টি!
কীসের ভুলে কীসের দুঃখে
কাঁদছে খুকি এমন,
খুকি তুমি হও না শান্ত
আগে ছিলে যেমন।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২৮/০৪/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঁঝের তারা ২৮/০৪/২০১৭বেশ ভালো ...
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২৮/০৪/২০১৭ভালো।
-
শাহারিয়ার ইমন ২৮/০৪/২০১৭আহা বৃষটি
-
মোজাহিদুর ইসলাম ইমন ২৮/০৪/২০১৭besh
-
মোনালিসা ২৮/০৪/২০১৭