তুমি ভীষণ খারাপ
তুমি ভীষণ খারাপ
সাইয়িদ রফিকুল হক
লোকটা তুমি ভীষণ খারাপ
নাই যে তোমার ধর্ম,
মানুষ হলে করতে তুমি
দেশবিরোধী-কর্ম?
দেশের গায়ে মাখছো কালি
শুধু নিজের স্বার্থে,
একটাদিনও দেখলাম না তো
তোমায় একটু পরার্থে!
মানুষ যারা বিনাবাক্যে
দেশকে ভালোবাসে,
ঘৃণ্যপশু দেশের দুঃখে
মিটমিটিয়ে হাসে!
দেশের ক্ষতি করলে তুমি
তুমি ভীষণ খারাপ,
এই দুনিয়ায় কেউ তো তোমায়
করবে নাকো মাফ।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা,বাংলাদেশ।
২৬/০৪/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২৬/০৪/২০১৭বোঝা দায়! কে ভালো চায়! শুভেচ্ছা।
-
রাশেদ খাঁন ২৬/০৪/২০১৭ভীষণ খারপ লোকগুলো