www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তুর্কি-মোগলগং



তুর্কি-মোগলগং
সাইয়িদ রফিকুল হক

মোগল বলি পাঠান বলি
সবই ছিল শয়তান,
সব শালা যে দখল নিতো
বাংলাদেশের ময়দান।
বিদেশ থেকে পশুগুলো
আসতো জমির লোভে,
রাজ্যগড়ার ধান্দাবাজি
ছিল ওদের স্বভাবে।
ওদের যদি মানুষ বলি
পশু বলবো কাকে?
তুর্কিগুলো আরও পশু
মারতো মানুষ যাকে-তাকে!

পশুর দলে রাজ্যলোভে
ছুটতো দলে-দলে,
ধর্ম-নামে ধান্দাবাজি
চলতো ছলে-বলে!
মোগল বলি পাঠান বলি
সবই ছিল পশু,
রাজ্যলোভে মারতো ওরা
নারী-পুরুষ-শিশু।
মোগলযুগে ধর্ম ছিল
বলছে তোমায় কে?
তুর্কিপশু মারতো মানুষ
নির্বিচারে ডেকে।

তুর্কি-মোগল পশুগুলো
চিনতো শুধু ধন,
মানুষ-মেরে করতো ফুর্তি
বুঝতো নাতো মন।
নিজের সুখের রাজ্যলোভে
টানতো ওরা ধর্ম,
পশুগুলো জানতো নাতো
ধর্মকথার মর্ম।
মানুষ-মারা নেশা ছিল
রাজ্যলোভী শাসকদের,
পাপের ছায়া চাই না দেখতে
তুর্কি-মোগলগংদের।


সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০৪/০৪/২০১৭
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৪০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৭/০৪/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ঐতিহাসিক। খুব ভালো। শুভেচ্ছা।
  • পরশ ০৮/০৪/২০১৭
    জাক্কাস
  • অপূর্ব অসাধারণ সুন্দর ছন্দ,
    পড়ে আমি পেলাম আনন্দ!
  • আব্দুল হক ০৭/০৪/২০১৭
    সত্য, সর্বদা সুন্দর! যারা অসুন্দর ভাবে তাদের মন তাই,!
 
Quantcast