তোমার সাথে কথা ছিল
তোমার সাথে কথা ছিল
সাইয়িদ রফিকুল হক
তোমার সাথে কথা ছিল
ভালোবাসবো সংগোপনে,
কিন্তু তুমি নিয়ম ভেঙ্গে
জড়ালে কার আলিঙ্গনে!
ভালোবাসার নামে তুমি
করলে ভীষণ ব্যভিচার,
কেমন করে রুখবো এখন
তোমার গড়া অবিচার!
ভালো তুমি বাসবে নাতো
মনে ছিল কালব্যাধি,
তবুও আমায় করলে কেন
তখন এতো সাধাসাধি?
তোমার সাথে কথা ছিল
দেখবো আকাশ চিরকাল,
কিন্তু তুমি মোহজালে
আজকে হলে ভীষণ মাতাল।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০৬/০৪/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃওবায় দুল হক ০৮/০৪/২০১৭সুন্দর লিখছেন
-
আব্দুল হক ০৭/০৪/২০১৭ভালো লিখেছেন ! মোবারকবাদ!!
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০৭/০৪/২০১৭ভালো। অনেক শুভেচ্ছা।
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ০৭/০৪/২০১৭এখনো ভূলতে পারনি বন্ধু!!!
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ০৬/০৪/২০১৭সুন্দর বলেছেন।।কাব্যরূপী