সমব্যথী
সমব্যথী
সাইয়িদ রফিকুল হক
আমার বুকে রক্ত ঝরে
তোমার বুকে সুখ!
মানুষ হলে কেমন করে
দেখাও তুমি মুখ?
তুমি-আমি করে কেন
গড়ছো ভুলের জগত?
সবাই মিলে নিতে হবে
মানবপ্রেমের শপথ।
একটা মানুষ দুঃখী হলে
কাঁদবে সবার মন,
পরের ভালো চাইতে হবে
শুধু সারাজীবন।
আজকে থেকে শপথ নিবে
গড়বো প্রেমের পৃথ্বী,
আমরা সবাই ভালোবেসে
হবো সমব্যথী।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০৩/০৩/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আলীমুশ্বান সাইমুন ০৪/০৪/২০১৭অনেক সুন্দর
-
আরিফ মুহাম্মদ ০৪/০৪/২০১৭কবি আমি ও সহমত আপনার সাথে।
-
আলীমুশ্বান সাইমুন ০৩/০৪/২০১৭nice
-
ফয়জুল মহী ০৩/০৪/২০১৭শ্রদ্ধাপূর্ণ কাহিনীর-চয়ন