ভালোবাসার মিশন
ভালোবাসার মিশন
সাইয়িদ রফিকুল হক
নতুন করে বলবো কী আর
ঘটনাটা জটিল ভীষণ!
রজব আলী করছে চালু
ভালোবাসার মিশন।
একটা ছাড়ে একটা ধরে
কোনটা যেন টেকে,
রজব আলীর চুলগুলো সব
এবার যাবে পেকে!
রূপকুমারীর দলটা ভারী
সব যে চালাক খুব,
সবার ফন্দি বুঝেশুনে
রজব এখন চুপ!
প্রেমের ইচ্ছা মরে গেছে
রজব আছে বেশ,
লোকসমাজে কাহিনীটা
হয় না তবুও শেষ!
দিনদুপুরে ঘুরছে রজব
বুড়িগঙ্গার ঘাটে,
শেষকালে যে রজব আলী...
ভাঙ্গবো হাঁড়ি হাটে?
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
৩১/০৩/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আলীমুশ্বান সাইমুন ০১/০৪/২০১৭সুন্দর
-
আব্দুল হক ৩১/০৩/২০১৭ভালো আপনার সকল মিশন সফল হোক!
-
মোং নাজিম উদ্দিন ৩১/০৩/২০১৭নাইস
-
কালপুরুষ ৩১/০৩/২০১৭হা হা হা
বেশ ভালো