স্বপ্ন দেখি
স্বপ্ন দেখি
সাইয়িদ রফিকুল হক
মনটা আমার খারাপ হলে
আর ভাবি না তোমার কথা,
এই জীবনে স্বপ্ন দেখি
আর বাড়ে না বুকের ব্যথা।
এখন দেখি চারিধারে
ভালোবাসার কতকিছু!
শপথ করে বলছি তাই—
আর নেবো না তোমার পিছু।
রূপকুমারী, যতই তুমি
হও না কেন রূপের খনি,
মনের ভুলে আর তোমাকে
করবো নাকো চোখের মণি।
এই জীবনে দেখছি চেয়ে
ভালোবাসার কতকিছু!
এখন আমি বুঝতে পারি
আর হবো না অবোধশিশু।
এখন আমি স্বপ্ন দেখি
নিত্যনতুন মানুষ-গড়ার,
আরও কত কাজ যে বাকী
আরও বাকী বই পড়ার।
রূপকুমারী, সবটা শুনে
মনটা বুঝি একটু বেজার?
তুমিই দেখো ভেবে-ভেবে
এখন আমার সময় কোথায়
তোমার প্রেমে পড়ার!
শখ যে আমার মিটে গেছে
তোমার সাথে প্রেম করার,
তাইতো আমি স্বপ্ন দেখি
নতুন জীবন গড়ার।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২৯/০৩/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
যাদব চৌধুুরী ৩০/০৩/২০১৭
-
যাদব চৌধুুরী ৩০/০৩/২০১৭কবিতাটি বেশ গতিময় l পড়তে ভালো লাগে l দুটি জায়গায় ছন্দ কেটেছে বলে মনে হলো l আমার পক্ষ থেকে সংশোধনী থাকলো l গ্রহণ বর্জন কবির যা অভিরুচি l একটা অনুরোধ, আমার প্রচেষ্টাটা সৎ ভাবে গ্রহণ করবেন l
১৯ পংক্তি - আর কত যে কাজ বাকি
২৪-২৫ পঙ্ক্তির বদলে একটি পঙক্তি - সময় কোথায় প্রেম করার -
ডঃ সুজিতকুমার বিশ্বাস ৩০/০৩/২০১৭অশেষ ভালোলাগা। শুভেচ্ছা।
-
কাজী জুবেরী মোস্তাক ২৯/০৩/২০১৭ভালো লাগা অশেষ
-
কে. পাল ২৯/০৩/২০১৭বেশ
-
তাবেরী ২৯/০৩/২০১৭অসাধারণ।
নতুন ভাবে জীবন গড়ার