বাজে নেশায় ডুবে তুমি
বাজে নেশায় ডুবে তুমি
সাইয়িদ রফিকুল হক
ইন্টারনেটের নেশায় তুমি
ছাড়লে পড়ার বই,
বাজে নেশায় ডুবে তোমার
পড়ার সময় কই?
তোমার হাতে আছে কতক
ধান্দাবাজির ট্যাব,
ফুর্তি করতে যাচ্ছো কোথায়?
করছো দখল ক্যাব!
দেশের মানুষ ডুবছে এখন
ভীষণ বাজে নেশায়,
এরাই বুঝি চুনকালিটা
মাখবে জাতির আশায়।
বীর-শহীদের বাংলাদেশে
নাই যে বীরের চিহ্ন!
নইলে কেন এতোদিনেও
জঙ্গিগুলো হয় না ছিন্নভিন্ন?
বাজে নেশায় ডুবে তুমি
ভুলছো দেশের কথা,
কবে আবার জাগবে মানুষ
হবে দেশের মাথা।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২৭/০৩/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২৯/০৩/২০১৭অনেক ভালোলাগা রেখে গেলাম কবি।
-
রাশেদ খাঁন ২৮/০৩/২০১৭right