www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ছাব্বিশে মার্চ



ছাব্বিশে মার্চ
সাইয়িদ রফিকুল হক

ছাব্বিশে মার্চ বীর-বাঙালির উত্থান,
মানুষখেকো পাকিস্তানের চিরপ্রস্থান।
এই দিনটাতে জ্বলে ওঠে বীর-বাঙালি,
গর্জে ওঠে: শয়তান-সঙ্গে নাই মিতালি।
বারুদসম চেতনার রঙ হয়ে ওঠে উজ্জ্বল,
বীর-বাঙালি স্বাধীনতা রাখবেই রাখবে সমুজ্জ্বল।
বিশ্বের বুকে আছে যত বীর-বাঙালির সন্তান,
এসো সবাই মিলেমিশে ধ্বংস করি পাকিস্তান।
জঙ্গিবাদের শিকড় কেটে এসো ফলাই সোনা,
এই দেশটাতে জঙ্গি আছে হাতেগোনা!
ভয় কী তাই? এসো বন্ধু দলে-দলে,
জঙ্গি রুখবো একাত্তরের বীর-চেতনায় বাহুবলে।
বাংলার মাটি চিনে নিবে রাজাকারি জঙ্গি-শয়তান,
একাত্তরের বীর-চেতনায় সব হবে রে গোরস্থান।
ছাব্বিশে মার্চ ফিরে এলো বীর-চেতনায় সাহসে,
এসো বন্ধু যুদ্ধ করি—কাজ নাই আর আপসে।


সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২৬/০৩/২০১৭
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৫৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৬/০৩/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • বাহ্
  • সুন্দর
  • স্বাধীনতা শুভেচ্ছা।
 
Quantcast