সবচে বড় আমার নবী
সবচে বড় আমার নবী
সাইয়িদ রফিকুল হক
আমি কি আর এমন কবি?
সবচে বড় আমার নবী।
মানুষ আমি তুচ্ছ অতি,
আল্লাহপ্রভুর কাছে তাইতো আমি
স্বীকার করছি নতি।
এই দুনিয়ায় আমি হলাম তুচ্ছ-কবি,
আমার চেয়ে বড় হলেন বিশ্বনবী।
জীবনে তাই হও না বন্ধু যতই বড়,
আল্লাহ-নবীর নাম সবসময় আগে পড়।
তাইতো বলি: এই মানুষের এমন কী যে
আছে রে ভাই ক্ষমতা,
আল্লাহ-নবীর ভালোবাসার ধর্মকাজে
সৃষ্টি করবে বক্রতা!
দেখ না চেয়ে মৃত্যু আছে ঘাড়ের কাছে,
কেন রে ভাই তুই লাগতে যাস
আল্লাহ-নবীর পাছে!
তাইতো বলি: আমি কি আর এমন কবি?
এই দুনিয়ায় সবচে বড় আমার নবী।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২৩/০৩/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মেহেদী হাসান (নয়ন) ২৬/০৩/২০১৭অনেক অনেক ভাল লাগল...। শুভ কামনা রইল...।
-
আব্দুল হক ২৬/০৩/২০১৭নাইস! মোবারকবাদ!¬
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ২৪/০৩/২০১৭দারুণ বন্ধু
অনেক অনেক দোয়া রইল।
আল্লাহ আপনার ভাল করুন আর রাসুল আপনার শাফায়াতকারী হোক।..আমীন