ভেবো নাকো বন্ধু তুমি
ভেবো নাকো বন্ধু তুমি
সাইয়িদ রফিকুল হক
ভেবো নাকো বন্ধু তুমি, তোমার জন্য
কাঁদে আমার অবুঝ মন,
আসলে যে চোখে আমার নতুন ব্যাধি
তাইতে ঝরে জল অমন!
তোমার আশায় কেঁদে-কেঁদে পাগল হয়ে
থাকি নাতো অলস ঘুমে,
হাসিমুখে জেগে উঠি নতুন ভোরে
মধু-ফুলের সুবাস চুমে।
ভেবো নাকো বন্ধু তুমি, তোমার জন্য
মাতাল হয়ে হবো দুর্জন।
আশার পাখি মরে গেছে অনেক আগে
বুকটা এখন শান্ত ভারি,
তোমায় ভুলে হাসিমুখে কথামালা
আমি এখন বলতে পারি।
ভেবো নাকো বন্ধু তুমি, তোমার জন্য
কেঁদে-কেঁদে পথহারাবে না সু-জন।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২৩/০৩/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মধু মঙ্গল সিনহা ১৬/০৪/২০১৭অসংখ্য ধন্যবাদ বন্ধু।
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ২৪/০৩/২০১৭ওহ!
দুঃখ, বেদনা আর নিবেদনের সংমিশ্রণ।
ধন্যবাদ প্রিয় কবি! -
রাশেদ খাঁন ২৪/০৩/২০১৭ভালো লাগলো
-
কবিসম্রাট রাধাশ্যাম জানা ২৪/০৩/২০১৭অপূর্ব অভিব্যক্তি।
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ২৩/০৩/২০১৭সুন্দর কবিতা শিখেছেন কবি