তোমার গায়ে আতরমাখা সুবাস নাই
তোমার গায়ে আতরমাখা সুবাস নাই
সাইয়িদ রফিকুল হক
তোমার গায়ে আতরমাখা সুবাস নাই,
তোমার দেহের ভাঁজে-ভাঁজে
বারুদ রাখার গন্ধ পাই!
তোমার বুকে সাহস নাই
তাইতো দেখি তোমার হাতে অস্ত্র,
তোমার পক্ষে দেশ-জনতার সাপোর্ট নাই
তাইতো তুমি লেবাসধারী-ভণ্ডনেতা-সশস্ত্র।
তোমার মাথায় অনেক দামি টুপি আছে
আরও দেখি মুখে কিছু দাড়ি,
আজকে তুমি ধর্মবেচে কুরআন হাতে
নিজের স্বার্থে গড়ছো বিশাল বাড়ি!
তোমার গায়ে আগের মতো জোব্বা আছে
কিন্তু যে নাই আতরমাখা সুবাসখানি,
কবে তোমরা সাজবে সঠিক ধর্মনেতা
আল্লাহ-রাসুল-কুরআন মানি।
তোমার গায়ে আতরমাখা সুবাস নাই,
তোমার দেহের ভাঁজে-ভাঁজে
মানুষখুনের গন্ধ পাই!
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২২/০৩/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মধু মঙ্গল সিনহা ২৩/০৩/২০১৭খুব সুন্দর।
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২৩/০৩/২০১৭খুব ভাল।
-
রাবেয়া মৌসুমী ২৩/০৩/২০১৭প্রিতবাদের ভাষা চমৎকার!
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ২২/০৩/২০১৭তোমার হাতে কিসের গেলাস??ওতে কি??
সুন্দর কবিতা ভাল লাগল