আমায় তুমি দিচ্ছো গালি-২
আমায় তুমি দিচ্ছো গালি-২
সাইয়িদ রফিকুল হক
যুক্তিকথায় হেরে তুমি
বলছো আমায় নাস্তিক!
তোমার চেয়ে ভালোমানের
আছি আমি আস্তিক।
তোমার আছে মোটা বুদ্ধি
নাই যে কোনো যুক্তি,
তাইতো দেখি গালি দিয়ে
চাচ্ছো পেতে মুক্তি।
আমায় তুমি দিচ্ছো গালি
শুধু নিজের স্বার্থে,
মানুষখুনী-পশু তুমি
কাজ তো নাই পরার্থে!
সত্য বলার চেষ্টা করো
যুগ-জামানার পশু,
গায়ের জোরে গালি দিয়ে
লাভ হবে না কিছু।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২০/০৩/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মধু মঙ্গল সিনহা ২১/০৩/২০১৭সুন্দর।