তোমার মুখের মায়ায়
তোমার মুখের মায়ায়
সাইয়িদ রফিকুল হক
জোছনা কোথায়—জোছনা গেছে
আজকে রাতে হারায়,
জোছনা আবার আসবে ফিরে
তোমার মুখের মায়ায়।
চাঁদের আলো নিভে গেছে
চাঁদ যে হারায় মেঘে,
তোমার মুখের জোছনা দেখি
ফুটছে ভীষণ বেগে।
চাঁদের আলো দেখতে ভালো
কিন্তু অভাব প্রেমের,
তোমার মুখের জোছনা দেখে
মূল্য বুঝি হেমের।
আকাশপানে যতই দেখি
জোছনারূপের আলো,
তোমার মুখের মায়ায় জমে
জোছনা সবচে ভালো।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১৭/০৩/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রাবেয়া মৌসুমী ১৯/০৩/২০১৭সুন্দর ছন্দময়!
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ১৯/০৩/২০১৭ভাল লাগল
-
মোমিনুল হক আরাফাত ১৮/০৩/২০১৭sondur