আজকে পিতার জন্মদিন
আজকে পিতার জন্মদিন
সাইয়িদ রফিকুল হক
আজকে পিতার জন্মদিন,
শুধবে জাতি ঋণ।
মুজিব-নামের পিতা তিনি,
বঙ্গবন্ধু নামেই চিনি।
বাংলাদেশের সোনার মাটি
জানে পিতার দান,
তাইতো দেখি সবখানেতে
ফসল ডাকে বান।
বাংলাদেশের জাতির পিতা
বঙ্গবন্ধু মুজিব,
আজকে তাঁহার জন্মদিনে
জ্বালাই সুখের প্রদীপ।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১৭/০৩/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১৮/০৩/২০১৭খুব ভালো শ্রদ্ধা।