তোমায় শুধু ভালোবাসি
তোমায় শুধু ভালোবাসি
সাইয়িদ রফিকুল হক
অনেক কষ্টে পেয়েছি গো
বন্ধু তোমার দেখা,
কোথায় যাবে খেয়াল-বশে
আমায় ফেলে একা!
বুকের ভিতর আছে কত
স্বপ্ন-রঙের সুখ,
তুমি বন্ধু আমায় দেখে
মলিন করবে মুখ?
অনেক কষ্টে দেখেছি গো
তোমার মুখের হাসি,
তাইতো বন্ধু বারেবারে
তোমায় শুধু ভালোবাসি।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১৬/০৩/২০১৭
সাইয়িদ রফিকুল হক
অনেক কষ্টে পেয়েছি গো
বন্ধু তোমার দেখা,
কোথায় যাবে খেয়াল-বশে
আমায় ফেলে একা!
বুকের ভিতর আছে কত
স্বপ্ন-রঙের সুখ,
তুমি বন্ধু আমায় দেখে
মলিন করবে মুখ?
অনেক কষ্টে দেখেছি গো
তোমার মুখের হাসি,
তাইতো বন্ধু বারেবারে
তোমায় শুধু ভালোবাসি।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১৬/০৩/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ১৮/০৩/২০১৭
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১৭/০৩/২০১৭অতি সুন্দর।
-
স্বপ্নীল মিহান ১৬/০৩/২০১৭ছোট হলেও সুন্দর
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ১৬/০৩/২০১৭ভাললাগার এবং ভালবাসার অসাধারণ এক উপমা।
সত্যিই হৃদয় ছোঁয়া!!!!
শুভেচ্ছা।।
আচ্ছা কবিতার সাথে ছবি প্রকাশ করেন কি করে?