এসো লিখি রক্তের গান
এসো লিখি রক্তের গান
সাইয়িদ রফিকুল হক
এসো লিখি রক্তের গান,
একাত্তরে ডেকেছিলো
মুক্তির বান।
খালি হাতে যুদ্ধ করে
বীর-বাঙালি!
তাই না দেখে অবাক চোখে
বিশ্ব বাজায় তালি।
মুক্তিসেনার নামটি শুনে
ভয়ে কাঁপে পাকি,
আমেরিকা-চীনের পায়ে
ধর্না যে দেয় টাকি!
তবুও দেখি পারে নাকো
পাকি-টাকি-দল,
কেই বা আর রুখতে পারে
বীর-বাঙালির মনোবল?
এসো লিখি রক্তের গান,
বাংলাদেশটা মুক্তিযোদ্ধার দান।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১৫/০৩/২০১৭
সাইয়িদ রফিকুল হক
এসো লিখি রক্তের গান,
একাত্তরে ডেকেছিলো
মুক্তির বান।
খালি হাতে যুদ্ধ করে
বীর-বাঙালি!
তাই না দেখে অবাক চোখে
বিশ্ব বাজায় তালি।
মুক্তিসেনার নামটি শুনে
ভয়ে কাঁপে পাকি,
আমেরিকা-চীনের পায়ে
ধর্না যে দেয় টাকি!
তবুও দেখি পারে নাকো
পাকি-টাকি-দল,
কেই বা আর রুখতে পারে
বীর-বাঙালির মনোবল?
এসো লিখি রক্তের গান,
বাংলাদেশটা মুক্তিযোদ্ধার দান।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১৫/০৩/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রবিউল হাসান ১৬/০৩/২০১৭ভালো লাগলো বেশ।
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১৬/০৩/২০১৭খুব ভালো।