জীবনপাতা
জীবনপাতা
সাইয়িদ রফিকুল হক
বুকের ভিতর রঙধনুটা
উঠছে কেমন করে!
জীবনপাতার রঙিন-পৃষ্ঠা
দেখ না একটু ধরে।
মেঘগুলো সব হঠাৎ করে
ভেসে কোথায় গেল?
সাদামাটা জীবনটাতে
রঙ যে কিছু এলো!
দুঃখগুলো দাও তাড়িয়ে
বুকটা করো খালি,
দেখবে হঠাৎ রঙধনুটা
উঠবে যেন একফালি।
জীবনপাতা ভরে উঠুক
হাসি-খুশি-গানে,
বুকের ভিতর রঙধনুটা
আনবে যে সুখ প্রাণে।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১৪/০৩/২০১৭
সাইয়িদ রফিকুল হক
বুকের ভিতর রঙধনুটা
উঠছে কেমন করে!
জীবনপাতার রঙিন-পৃষ্ঠা
দেখ না একটু ধরে।
মেঘগুলো সব হঠাৎ করে
ভেসে কোথায় গেল?
সাদামাটা জীবনটাতে
রঙ যে কিছু এলো!
দুঃখগুলো দাও তাড়িয়ে
বুকটা করো খালি,
দেখবে হঠাৎ রঙধনুটা
উঠবে যেন একফালি।
জীবনপাতা ভরে উঠুক
হাসি-খুশি-গানে,
বুকের ভিতর রঙধনুটা
আনবে যে সুখ প্রাণে।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১৪/০৩/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১৫/০৩/২০১৭ভালোলাগা রইল।