তবুও তুমি রয়ে গেলে অধরা
তবুও তুমি রয়ে গেলে অধরা
সাইয়িদ রফিকুল হক
তোমায় দেখে কী এক নেশায় ছেড়ে ছিলাম নিজের স্বজন,
তোমার মুখের মায়ার পড়ে ভুলে ছিলাম আত্মীয়তার বন্ধন!
সারাটি দিন দেখতাম শুধু তোমার মুখে জমেছে আজ কত মায়া,
ভালোবাসার মগ্ননেশায় দেখিনি তাই প্রিয়মুখে আর কারও ছায়া!
ভালোবাসার নিয়মরীতি কে-ই-বা পারে এই দুনিয়ায় বুঝতে?
প্রেমে অন্ধ মানুষগুলো যায় নাতো কখনও সন্দেহ খুঁজতে।
তোমাকে তাই ভালোবেসে দেখেছিলাম কত যে স্বপ্ন-রঙিন,
আজকে ভাবি: তোমার লোভে নীলদংশনে জীবন আমার সঙ্গিন!
রাতের হিসাব করিনি তো—ছুটে গেছি হন্যে হয়ে তোমার পাছে,
প্রেমের মোহে জেনেছিলাম জীবন আমার বাধা আছে তোমার কাছে।
যখনই তাই ডাকতে তুমি ছুটে যেতাম একেবারে দিশেহারা হয়ে,
একটুখানি শঙ্কিত হইনি—একটু থমকে দাঁড়াইনি লোকলজ্জার ভয়ে।
তোমার জন্য ভুলেছিলাম এই জীবনের মান-অপমান চিরতরে,
তাইতো শুধু ছুটে যেতাম তোমার কাছে একটু স্নেহের তরে।
আর সেই তুমি শেলের আঘাত হানলে এখন সরাসরি আমার বুকে,
নতুনমুখের একটি ছায়া তোমায় বুঝি আজ রেখেছে খুব সুখে?
তোমার জন্য জীবনটাকে প্রেমমন্দিরে রেখেছিলাম উৎসর্গভরা,
লোভআগুনে পুড়তে-পুড়তে তবুও তুমি রয়ে গেলে একেবারে অধরা!
সাইয়িদ রফিকুল হক
তোমায় দেখে কী এক নেশায় ছেড়ে ছিলাম নিজের স্বজন,
তোমার মুখের মায়ার পড়ে ভুলে ছিলাম আত্মীয়তার বন্ধন!
সারাটি দিন দেখতাম শুধু তোমার মুখে জমেছে আজ কত মায়া,
ভালোবাসার মগ্ননেশায় দেখিনি তাই প্রিয়মুখে আর কারও ছায়া!
ভালোবাসার নিয়মরীতি কে-ই-বা পারে এই দুনিয়ায় বুঝতে?
প্রেমে অন্ধ মানুষগুলো যায় নাতো কখনও সন্দেহ খুঁজতে।
তোমাকে তাই ভালোবেসে দেখেছিলাম কত যে স্বপ্ন-রঙিন,
আজকে ভাবি: তোমার লোভে নীলদংশনে জীবন আমার সঙ্গিন!
রাতের হিসাব করিনি তো—ছুটে গেছি হন্যে হয়ে তোমার পাছে,
প্রেমের মোহে জেনেছিলাম জীবন আমার বাধা আছে তোমার কাছে।
যখনই তাই ডাকতে তুমি ছুটে যেতাম একেবারে দিশেহারা হয়ে,
একটুখানি শঙ্কিত হইনি—একটু থমকে দাঁড়াইনি লোকলজ্জার ভয়ে।
তোমার জন্য ভুলেছিলাম এই জীবনের মান-অপমান চিরতরে,
তাইতো শুধু ছুটে যেতাম তোমার কাছে একটু স্নেহের তরে।
আর সেই তুমি শেলের আঘাত হানলে এখন সরাসরি আমার বুকে,
নতুনমুখের একটি ছায়া তোমায় বুঝি আজ রেখেছে খুব সুখে?
তোমার জন্য জীবনটাকে প্রেমমন্দিরে রেখেছিলাম উৎসর্গভরা,
লোভআগুনে পুড়তে-পুড়তে তবুও তুমি রয়ে গেলে একেবারে অধরা!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১৪/০৩/২০১৭খুব সুন্দর উপস্থাপনা। কিছু বলার মতো ভাষা নেই। অনেক শুভেচ্ছা।
-
ফয়জুল মহী ১৩/০৩/২০১৭সুসম্পূর্ণ ভাবনার প্রকাশ
-
মেহেদী হাসান (নয়ন) ১৩/০৩/২০১৭বাহ! বেশ ভাল লিখেছেন কবি..।