দেশের ভালো
দেশের ভালো
সাইয়িদ রফিকুল হক
বুকের ভিতর বারুদ জ্বলে
ভণ্ডগুলো দেখে,
দেশের ভালো হবে নাকো
পশুগুলো রেখে।
অনেক ভণ্ড দেশের বুকে
বাড়ছে দিনে-দিনে,
ঘরের ভিতর আছে শয়তান
আরও কত মিনমিনে!
সবখানে যে ঘাপটি-মারা
শয়তান অনেক বেশি,
অন্ধকারে ফুলায় ওরা
কেমন হিংস্র-পেশী!
পশুগুলো চেনে সবাই
ওরা ভীষণ ভণ্ড,
ধর্ম-নামে সবকিছু যে
করছে এখন পণ্ড!
পশুগুলোর ধর্ম নাই
তবুও সাজে ধার্মিক,
মানুষ-মারার কসাই ওরা
আস্ত-পামর চার্মিক।
দেশের ভালো চায় না যারা
থাকবে কেন দেশে?
পশুদমন-অভিযানে
আয় না বীরের বেশে।
দেশের ভালো চাইবে যারা
লড়বে দেশের পক্ষে,
এবার সবাই উঠরে জেগে
রাজাকারের নাই রক্ষে।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১১/০৩/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১৩/০৩/২০১৭অসাধারণ।
-
পরশ ১২/০৩/২০১৭ভালো
-
মুহাম্মদ মনিরুজ্জামান ১২/০৩/২০১৭অন্যায় অসত্য আর ধর্মান্ধতার বিরুদ্ধে জেগে ওঠার এখনই সময়। চমৎকার আহবান!
কবিকে অনন্ত শুভেচ্ছা। -
জসিম উদ্দিন জয় ১১/০৩/২০১৭সমাজটার বাস্তব রুপ
-
স্বপন রোজারিও (মাইকেল) ১১/০৩/২০১৭সুন্দর