এ কেমন ভণ্ডামি
এ কেমন ভণ্ডামি
সাইয়িদ রফিকুল হক
নারীর জন্য কাঁদছো তুমি
করছো ভীষণ আন্দোলন!
তোমার হাতেই কত নারী
হচ্ছে দেখি দলন-মলন।
নামেই তুমি নেত্রী-নারী
বাইরে তোমার ঝরছে মধু,
ভিতরটাতে জ্বলছে রোজই
হিংসা-আগুন এখন শুধু।
তোমার হাতে গরম-ছ্যাঁকা
খাচ্ছে বাসার কাজের মেয়ে,
বাইরে দেখি নারীর জন্য
ঝরছে জল দু’চোখ বেয়ে!
এমন কত অভিনয় যে
চলবে তোমার জীবনভরে?
আর যে কত দিবে ধোঁকা
গরিবজনে এমন করে!
আগে তুমি হও না ভালো
সতীলক্ষ্মী-পুণ্যনারী,
দেখবে তখন জাগবে নারী
বাংলাদেশের বাড়ি-বাড়ি।
স্বার্থনেশায় করবে কেন
এমনতর ছ্যাবলামি,
নারী তোমার মিশন ছেড়ে
এ যে কেমন ভণ্ডামি!
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১০/০৩/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১২/০৩/২০১৭একদম ঠিক কথা।
-
মোনালিসা ১১/০৩/২০১৭অতুলনীয়
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ১১/০৩/২০১৭ঠিক বলেছেন
-
মোঘল হেরেম ১০/০৩/২০১৭দারুণ দিয়েছো বস!
এতেও যে নারীরর কাজ না হবে
তার মরার আগে আর কোন কিছ্ছুতেই
ধরবিনেরে বস!
ফাটিয়ে দাও!!!!