বিশ্বের সকল নারীর প্রতি শ্রদ্ধা
বিশ্বের সকল নারীর প্রতি শ্রদ্ধা
সাইয়িদ রফিকুল হক
নারী মানুষ। নারী আমাদেরই মা-বোন, আর নারী আমাদেরই বন্ধু। বর্তমান যুগে নারীরা নিজপ্রচেষ্টায় স্বাবলম্বী হওয়ার সুযোগ পাচ্ছে। সাহসী-নারীরা এই সুযোগটাকে কাজে লাগিয়ে নিজেদের পায়ের তলার মাটি শক্ত করছে। আর যারা ভুল করছে তারা পরের গলগ্রহ হয়ে জীবনটাকে অন্ধকারের অতলে নিয়ে যাচ্ছে।
এখনকার দিনে অনেক পুরুষ নারীকে সম্মান করতে শিখছে। তবে এর বিরুদ্ধ-নজিরও রয়েছে পর্যাপ্ত। অনেক পুরুষ-নামধারী কাপুরুষ এখনও নারীকে হেয় প্রতিপন্ন করতে ভালোবাসে। এদের পরিচয়টা মানবসমাজে তুলে ধরার মতো নয়। এরাই আজ নারীদের খর্ব করে মোল্লাতান্ত্রিক-সমাজ কায়েম করতে চায়। ধিক্ এই নরপশুদের ধিক্।
নারীর প্রতি চাই আমাদের সম্মানবোধ।
বিশ্বের সকল নারীর প্রতি রইলো গভীর শ্রদ্ধা।
০৮/০৩/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোনালিসা ০৯/০৩/২০১৭সুন্দর
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ০৯/০৩/২০১৭জাগ্রত হোক নারীর প্রতি আমাদের সম্মান বোধ।।
এই প্রত্যাশায়.........
বণ্ধু আপনাকে অনেক অনেক ধন্যবাদ।। -
আব্দুল হক ০৮/০৩/২০১৭সুন্দর ! ধন্যবাদ!
-
সাবিরা শাওন ০৮/০৩/২০১৭সব নারীরা বেঁচে থাক মানুষ হয়ে ...