সত্যবাদী কোথায় আছে
সত্যবাদী কোথায় আছে?
সাইয়িদ রফিকুল হক
সত্যবাদী কোথায় আছে
খুঁজতে জ্বালাই লণ্ঠন,
মিথ্যাবাদীর ভাগে দেখি
অধিক সম্পদ বণ্টন।
সত্য বলে খাচ্ছি তাড়া
জ্বলছি পাপীর রোষে!
রাগ করে না কেউ তো এখন
মিথ্যাবাদীর দোষে।
মিথ্যা খেয়ে ভরছে এখন
অনেক গাধার পেট,
টাউটগুলো মিথ্যাপূজায়
দিচ্ছে কত ভেট!
সত্যবাদী কোথায় আছে?
দেখ না খুঁজে ভাই,
দেশের স্বার্থে মিথ্যাবাদীর
পতন এবার চাই।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০৭/০৩/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ১১/০৩/২০১৭সুন্দর
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০৯/০৩/২০১৭বেশ!
-
রাবেয়া মৌসুমী ০৯/০৩/২০১৭খুব সুন্দর!
-
সাইদুর রহমান ০৮/০৩/২০১৭অসাধারণ ।
-
মধু মঙ্গল সিনহা ০৮/০৩/২০১৭দারুন।