চিঠি দিয়ো
চিঠি দিয়ো
সাইয়িদ রফিকুল হক
চিঠি দিয়ো চিঠি দিয়ো
যতই থাকুক মোবাইল,
বুকের ভিতর শব্দগুলো
লিখে দিবো মিসাইল।
ভালোবাসার অনেক কথা
ঝরবে মুষলধারে,
চিঠি দিয়ো চিঠি দিয়ো
দিয়ো বন্ধু বারেবারে।
নীলখামে যে আসবে চিঠি
বসে আছি বারান্দায়,
চিঠি দিয়ো চিঠি দিয়ো
নইলে বন্ধু অসহায়!
মোবাইল-ফোন ভেল্কিবাজি
চাই না ধোঁকার কবল,
চিঠি লিখো মনের সুখে
ভালোবাসা হবে সবল।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০৬/০৩/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ০৯/০৩/২০১৭আড়ষ্টতাহীন ভাষার স্বতঃস্ফূর্ত চয়ন
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০৯/০৩/২০১৭ভালো।
-
কাজী জুবেরী মোস্তাক ০৭/০৩/২০১৭ভালো লাগলো
-
তাবেরী ০৭/০৩/২০১৭মুগ্ধ হলাম
-
মোনালিসা ০৭/০৩/২০১৭খুব ভাল
-
মধু মঙ্গল সিনহা ০৭/০৩/২০১৭খুব ভালো লেখা।
-
আব্দুল হক ০৬/০৩/২০১৭দিলাম!
-
আহমাদ সাজিদ ০৬/০৩/২০১৭ভালো লাগল..